• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুর্ঘটনায় মৃত্যু ঠিকা শ্রমিকের 

দুর্গাপুরের ডিএসপি কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম শেখ সামিরুদ্দিন (৪৯)। 

প্রতিকি ছবি (File Photo: iStock)

দুর্গাপুরের ডিএসপি কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম শেখ সামিরুদ্দিন (৪৯)। 

ররিবার সকাল ১১ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে পাঠানাে হয়। সেখানে চিকিৎসার পরে তাঁকে পাঠানাে হয় ডিএসপি হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। 

Advertisement

ওই কর্মী ডিএসপি’র বিওএফ ল্যাডল পিটে দুর্ঘটনার কবলে পড়েন। মাঝে মাঝেই ডিএসপিতে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। 

Advertisement

এদিন ফের একজনের মৃত্যুর পর বরাবরের মতাে এদিনও ডিএসপিতে সেফটি ও সিকিউরিটি নিয়ে অভিযােগ তােলেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা। 

সিটু নেতা সৌরভ দত্ত বলেন, দুর্ঘটনা লেগেই আছে ডিএসপিতে। সেফটি ও সিকিউরিটি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।

Advertisement