মাঝেরহাট ব্রিজের নির্মাণ কাজ শেষ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

ফিরহাদ হাকিম (File Photo: IANS)

মাঝেরহাট ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষের মুখে। খুব শিগগির তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজের বিষয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম টুইট করে জানান, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার সময় আমি সেখানে ছিলাম। সেদিন ছিল আমাদের সবার জন্য এক কালাে দিন।

আজ যখন আমি নতুন তৈরি করা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন আমার মুখে হাসি ছিল। আমরা সবাই এই নতুন ব্রিজ আমাদের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়ার অপেক্ষায় রয়েছি।

পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানান, নতুন করে ঢালাই দেওয়ার বা কংক্রিট করার কাজ সব শেষ। খালি ভারবহন ক্ষমতা ও কেবল লাগানাের কাজ বাকি রয়েছে। তবে এই কাজটাও বেশ কঠিন।


কিন্তু তাড়াতাড়িই সেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন তারা। জানা গেছে, আগামী ২৫ নভেম্বর ব্রিজ পরিদর্শন করা হবে। তা ছাড়া রেলের তরফে সার্টিফিকেট দরকার। সেটা হয়ে গেলেই এই নতুন ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।