রিষড়ায় আজ শুরু ৯ কিমি রাস্তা তৈরির কাজ, বরাদ্দ ৭ কোটি

রাজ্যের পথশ্রী প্রকল্পের আওতায় বিষড়া পুরসভার ২৩টি ওয়ার্ডের প্রায় ৯ কিমি রাস্তা তৈরির কাজ শুরু হবে আজ সোমবার থেকে। এই সব রাস্তার কোথাও বড় বড় গর্ত আবার কোথাও পিচের অংশ উঠে গিয়ে বিপজ্জনক হয়েছিল রাস্তা। অনেক এলাকায় তো রাস্তাই ছিল না। এবার এই সব ভাঙাচোরা, বেহাল রাস্তা সেজে উঠবে নতুনভাবে। কাঁচা পথ পরিণত হবে পিচ রাস্তায়। এই ৯ কিমি রাস্তা তৈরির জন্য ৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
রিষড়ার পুরপ্রধান বিজয়সাগর মিশ্র জানিয়েছেন, আজ থেকে প্রস্তাবিত রাস্তার কাজ শুরু হবে। কেএমডিএ এই কাজ করবে। কাজের তদারকির দায়িত্বে রয়েছে রিষড়া পুরসভা। রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়েলিংটন চটকল লাগোয়া এলাকা মূলত শ্রমিক মহলা। উল্লেখ্য, জিটি রোডের সঙ্গে সংযোগকারী রাস্তা এখনও কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষার সময়ে জলকাদা ও গরমের সময়ে ধুলো, বালির দাপটে নাজেহাল স্থানীয়রা। কিন্তু তা সত্ত্বেও এই রাস্তা দিয়েই যাতায়াত করেন সাধারণ মানুষ। পথশ্রী প্রকল্পে এ বার ওয়েলিংটন মিল লাগোয়া প্রায় এক কিমি রাস্তা পিচ রাস্তায় পরিণত হবে।
কাউন্সিলার সুখসাগর মিশ্র জানিয়েছেন, রিষড়া ৪ নম্বর রেল থেকে রিষড়া পুরসভার সীমানা পর্যন্ত ম্যাস্টিক রোড তৈরি করা হবে। এই রাস্তা দিয়ে চটকল ও অন্যান্য কারখানার বড় বড় পণ্যবাহী গাড়ি চলাচল করে। যোগাযোগ ব্যবস্থায় গতি আনতেই ম্যাস্টিক রোড তৈরি করা হবে। পুরপ্রধান জানিয়েছেন, শুধু নতুন রাস্তা নয়। পুরসভার অধীনস্থ একাধিক পার্কের সৌন্দর্যায়ন, পুকুরের পাড় বাঁধানো, খেলার মাঠের খোলনলচে বদলে, নতুন চেহারায় ফেরানো ও রাস্তাঘাটে হাইমাস্ট লাইট বসানো হয়েছে।