আজ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস

Written by SNS March 18, 2024 2:45 pm

নিজস্ব প্রতিনিধি— লোকসভা ভোটের দিন ঘোষণা হতেই ভোটের ঢাকে কাঠি পডে় গিয়েছে৷ দেশব্যাপী দু’টি প্রার্থিতালিকা ঘোষণা করলেও এখনও পর্যন্ত বাংলার প্রার্থীদের নাম প্রকাশ্যে আনেনি কংগ্রেস৷ বামেদের সঙ্গে আসন নিয়ে দর কষাকষির কারণেই কি কিছুটা বিলম্ব ঘোষণায়? তবে রবিবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায় ইঙ্গিত মিলেছে আসন রফার৷ ফলে, বাংলায় কংগ্রেসের প্রাথীদের নাম ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা৷ সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত সোমবারই ঘোষণা হতে চলেছে কংগ্রেসের প্রার্থী তালিকা৷ ইতিমধ্যেই ১৬ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে জোট শরিক সিপিএম৷ যদিও রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে, রোববার বিকেলেই ঘোষণা হতে পারে কংগ্রেসের তালিকা৷

যদিও এদিনই অধীরকে তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম৷ মুর্শিদাবাদে দাঁডি়য়েই ফিরহাদ অভিযোগ তুললেন যে, অধীর বিজেপি-র দালালি করছেন৷ বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইরফান খান৷ সেই নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুডে় দেন অধীর৷ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রার্থী হলেও, হারিয়ে দেখাতে পারেন বলে জানিয়েছিলেন অধীর, তারই পাল্টা তাঁকে তীব্র নিশানা করেন ফিরহাদ৷

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ১০ থেকে ১২ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস৷ ওদিকে জানা যাচ্ছে, বামেদের সঙ্গে আসন রফার কথা মাথায় রেখেই বেশ কিছু আসনে কংগ্রেস প্রার্থী না-দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এরপর পাঁচের পৃষ্ঠায়