কমিশন গ্রহণ করছে না ট্রান্সজেন্ডার কার্ড, চিন্তায় রূপান্তরকামীরা

এসআইআর আবহে এবার চিন্তায় রূপান্তরকামী, রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের মানুষ। লিঙ্গ পরিবর্তন, নাম পরিবর্তন এমনকি পরিবারের তরফে কারও কারও নথিও পুড়িয়ে দেওয়ার কারণে তাঁদের কাছে বেশিরভাগ নথিপত্র নেই। এদিকে এসআইআর-এর জন্য যে ১১টি নথিপত্রকে মান্য করা হয়েছে সেই নথিগুলির মধ্যে নেই ট্রান্সজেন্ডার কার্ড-ও। নতুন করে নথির আবেদন করা হলেও অথবা নতুন করে কোনও নথিতে নাম বা লিঙ্গ পরিবর্তন করা হলেও সেই পরিবর্তিত নথি এখনও হাতে পাননি তাঁরা।

এমনকি কোন ঠিকানায় তাঁদের এসআইআর ফর্ম আসবে তা নিয়ে দিশেহারা তাঁরা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কীভাবে এসআইআর ফর্ম পূরণ করবেন তা নিয়ে চিন্তিত তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী ও রূপান্তরিত মানুষ। বর্তমানে এই তৃতীয় লিঙ্গের মানুষদের দাবি, তাঁদের এই ট্রান্সজেন্ডার কার্ডকে যেন গ্রহণ করে কমিশন।
কলকাতা-ভিত্তিক এলজিবিটিকিউ সংগঠনের তরফে জানানো হয়েছে, এসআইআর নিয়ে স্বচ্ছ ধারণার অভাব আছে। পারিবারিক বা সামাজিক কারণে অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন।

পরিবারের সঙ্গেও তাঁদের যোগাযোগ নেই। এই পরিস্থিতিতে তাঁদের কাছে নথি থাকা সম্ভব নয়। স্থায়ী ঠিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। কারও জন্ম-শংসাপত্র থাকলেও বর্তমান নামের সঙ্গে সেই শংসাপত্রের নামের মিল নেই। এই অবস্থায় এনুমারেশন ফর্ম কোথায় আসবে? পরিবারের কাছে ফর্ম এলেও তাঁদের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে চিন্তিত তাঁরা। অনেকের আশঙ্কা, আগে পরিবার থেকে তাঁদের তাড়ানো হয়েছিল, এবার দেশ থেকে তাড়ানো হবে তাঁদের। এবিষয়ে কমিশনের তরফে নতুন নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছেন তাঁরা। এমনকি আদালতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামীদের একাংশ।