আজ বইমেলা উদ্বোধন করবেন মমতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ  উদ্বোধন হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার। আজ থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই মেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় মুখরিত থাকবে মেলাপ্রাঙ্গণ।

দেশ-বিদেশের বহু প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে এ বারের আসরে। নতুন বইয়ের প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখকদের সঙ্গে পাঠকদের সাক্ষাৎ— সব মিলিয়ে বইমেলা আবারও পরিণত হবে বাঙালির প্রাণের উৎসবে। প্রশাসনের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।