বৃহস্পতিবার থেকেই কলকাতার আকাশে কেটে যাবে মেঘ, ফিরবে শীত

জানুয়ারি প্রায় শেষের মুখে।তবুও কড়া শীতের দেখা নেই।পশ্চিমী ঝঞ্ঝার ব্যাটিংয়ে উত্তুরে হাওয়া দাঁত ফোটাতে পারছে না।গত দুদিন সারাদিন কলকাতায় ছিল মেঘলা আকাশ।

Written by SNS Kolkata | January 25, 2022 6:00 pm

শীতের সন্ধেয় বৃষ্টি (Photo: Dilip Dutta)

জানুয়ারি প্রায় শেষের মুখে। তবুও কড়া শীতের দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার ব্যাটিংয়ে উত্তুরে হাওয়া দাঁত ফোটাতে পারছে না। সোমবার এবং মঙ্গলবার সারাদিনই কলকাতায় ছিল মেঘলা আকাশ। ভারী না হলেও কয়েক পশলা বৃষ্টি হয়েছে দফায় দফায়।

তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কুয়াশা থাকবে আকাশে। আগামী ২৭ জানুয়ারি থেকে ঝলমলিয়ে উঠবে শীতের আকাশ। সেইসঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে।

ফলে শীতের কামড় অনুভব করা যাবে। বুধবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হবে। তবে বৃষ্টি বিদায় নিলেও আগামী ৪৮ ঘণ্টা আকাশে থাকবে ঘন কুয়াশা। ফলে শীতের আমেজ তেমন পাওয়া যাবে না।

পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে আজ এবং আগামীকাল। রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন পরিবর্তন হবে না এই দু’দিন। উপকুলবর্তী জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।