• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ভাঙড়ে আইএসএফ-তৃণমূলের তুমুল মধ্যে গণ্ডগোল, নওশাদকে নিশানা শওকত মোল্লার

দু’জনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই ভাঙড়ের রাজনীতি উত্তপ্ত। সোমবার রাতে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল। ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামে অশান্তির অভিযোগ উঠল। ঘটনার জেরে দু’পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছে বলে খবর। দু’জনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র বচসার সূত্রপাত হয়। তৃণমূলের বেশ কয়েকজন কর্মী বাজি ফাটাচ্ছিলেন বলে অভিযোগ। আইএসএফের কয়েজন সেখানে গেলে কথা কাটাকাটি শুরু হয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইএসএফের কর্মীরা লোহার রড দিয়ে তৃণমূলের কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। আতশবাজি পোড়ানো নিয়ে কোনও ঝামেলা হয়নি। দু’পক্ষের মধ্যে একটা অশান্তি হয়েছিল। সন্ধেবেলায় থানায় অভিযোগ জানানো হয়। থানা থেকে ফেরার পরে আইএসএফের লোকজন হামলা চালায়। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দিকে আঙুল তুলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বিধায়ক নওশাদ এই ঘটনা করাচ্ছেন বলে দাবি শওকতের।

Advertisement

আইএসএফ পাল্টা দাবি করেছে, তৃণমূলের লোকেরাই হামলা চালায়। তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।  খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ।

 

Advertisement