• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক

চলতি বছরে বিভিন্ন প্রকল্পে কী কাজ হয়েছে এবং অগ্রগতি বা ঘাটতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল প্রতিটি দপ্তরের সচিবদের। সেই রিপোর্ট নিয়েই আজ মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠক করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর

আজ, মঙ্গলবার নবান্ন বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে বিভিন্ন প্রকল্পে কী কাজ হয়েছে এবং অগ্রগতি বা ঘাটতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল প্রতিটি দপ্তরের সচিবদের। সেই রিপোর্ট নিয়েই আজ মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠক করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

এদিক সোমবার নবান্নে একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ‌্যমন্ত্রী। এসআইআর-এর জন‌্য বাংলার বাড়ি, রাস্তা-সহ উন্নয়নের কাজ যাতে উপেক্ষিত না হয়, সেই নির্দেশ দেওয়ার পাশাপাশি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের চাপের মুখে ভয় না পাওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

জনমুখী প্রকল্পের কাজ এবং  কেন্দ্রীয় এজেন্সির ক্রমাগত অতিসক্রিয়তার চাপ সামলে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে দপ্তরগুলিকে আরও সক্রিয় করতে চান মুখ‌্যমন্ত্রী। সেই জন‌্যই বার্ষিক কাজের হিসেব নিকেশ করে দেখে নিতে চান কোন দপ্তর কতটা কাজ করেছে। বাজেটে যে টাকা প্রকল্পের জন‌্য দেওয়া হয়েছিল, তার কতটা খরচ করা গিয়েছে।

Advertisement

কোন কোন কাজ হয়নি ও কেন হয়নি, তাও এদিন খতিয়ে দেখবেন মুখ‌্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, রাজ‌্যজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার জেরে জনমুখী প্রকল্পের কাজ যাতে বিঘ্ন না হয়, তা দেখতে আগেই নির্দেশ দিয়েছিল নবান্ন। কিন্তু অপরিকল্পিতভাবে এসআইআর প্রক্রিয়া চলতে থাকায় কয়েকটি ক্ষেত্রে উন্নয়নের কাজে ব‌্যাঘাত হয়েছে বলেই নবান্নের কাছে রিপোর্ট এসেছে।

সেই বিষয়টিও নজর রয়েছে মুখ‌্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পর ৩ ও ৪ তারিখ মালদহ ও মুর্শিদাবাদে রাজনৈতিক কর্মসূচি রয়েছে মমতার। গাজোল ও বহরমপুরে সভা করবেন তিনি। একদিকে প্রশাসনিকভাবে উন্নয়নের কাজ চলবে, অন‌্যদিকে রাজনৈতিকভাবে চক্রান্তের বিরুদ্ধে চলবে লড়াই।

 

Advertisement