ভ্রাতৃদ্বিতীয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শনিবার রাজ্যবাসীর উদ্দেশে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রতিপদ ছিল। ওই দিনও বাংলার বিভিন্ন জায়গায় ভাইফোঁটা উৎসব পালিত হয়। এই লোকপ্রিয় সামাজিক পার্বণ প্রতি বছর প্রতিপদ ও দ্বিতীয়া মিলিয়ে পালিত হয়ে আসছে বাংলায়।

এই উৎসব উপলক্ষে মমতা টুইটারে পোস্ট করেন, “সকলকে ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা জানাই। আরও উৎসাহ এবং ভালবাসার সঙ্গে ভাই ও বোনের এই বিশেষ সম্পর্ক উদ্‌যাপিত হোক।”

প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়ে এলেও উদ্যাপনের ধরনে অনেক তারতম্য রয়েছে।


বাংলা পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি ভ্রাতৃদ্বিতীয়া হিসেবে পরিচিত। সাধারণত ভাইফোঁটা এ দিনই হয়ে থাকে। যাঁদের বাড়িতে প্রতিপদে ফোঁটা হয় , তাঁদের নিয়ম একটু ভিন্ন। বাংলায় উৎসব চলছে গ্রাম থেকে শহর জুড়ে।