অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ফেরার পথে এদিন তিনি বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে গায়ককে দেখতে যান। নচিকেতার সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁকে শরীরের যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন মমতা।
শনিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নচিকেতা। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সম্প্রতি পরপর শো ছিল গায়কের, ফলে শরীরের উপর চাপ পড়ছিল বলে পরিবার সূত্রে খবর। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর জানান, ৬১ বছরের এই শিল্পীর হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে গায়কের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তাঁর বুকে দুটি স্টেন্ট বসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ২–১ দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
নচিকেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, আগে তাঁর কোনও হার্টের সমস্যা ছিল না। নিজের স্বাস্থ্যের কারণে তিনি নিয়মিত রুটিন মেনে খাওয়া দাওয়া চলতেন। তবে সম্প্রতি পরপর লাইভ শো করছিলেন তিনি। এর ফলেই তিনি অসুস্থ হয়ে যান বলে দাবি পরিবারের। অসুস্থতার জেরে তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন নচিকেতা। সেদিনই মুখ্যমন্ত্রী তাঁর ক্রমশ শীর্ণ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেশি খাবার খাওয়ার পরামর্শ দেন। নচিকেতা জানিয়েছিলেন, তিনি বিশেষ খাদ্যরসিক নন এবং খুব কম খাবার খান।