কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন। মঙ্গলবার রাসমেলা মাঠে রয়েছে তৃণমূলের রাজনৈতিক সভা। তার আগে মঙ্গলবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিতে পারেন মমতা। এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতে এবং পাশে থাকার বার্তা দিতে জেলায়-জেলায় রাজনৈতিক সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। ২৫ নভেম্বর বনগাঁয় প্রথম সভা করেছিলেন। তারপর ৪-৫ ডিসেম্বর মালদহ ও মুর্শিদাবাদ সভা করেন। এবার তিনি দু’দিনের সফরে যাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহারে।
বন্যা-ধসে বিপর্যয়ের পর একমাসে তিনবার উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। বাকি ছিল কোচবিহার সফর। এবার তাই তাঁর সফরসূচিতে উঠে এল এই জেলা। সূত্রের খবর, প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার যা যা উন্নয়নের কাজ বকেয়া আছে, তা দ্রুত শেষ করতে তিনি নির্দেশ দেবেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় কী কী কাজ হয়েছে তারও নজরদারি করতে পারেন প্রশাসনিক বৈঠকে।
মনে করা হচ্ছে, এসআইআরের কাজ শেষ হওয়ার পরই ফেব্রুয়ারি মাসের শেষদিকে বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। মমতার এই সফরে জেলায়-জেলায় এসআইআরের কাজে ব্যস্ত কর্মীরাও উদ্বুদ্ধ হচ্ছেন। উত্তরবঙ্গ থেকে ফিরে বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে যাবেন।