নতুন বছরেই শুরুতেই শিল্যান্যাস হতে চলেছে মহাকাল মন্দিরের। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মহাকাল মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ চূড়ান্ত করা হল। জানুয়ারি মাসের মাঝামাঝি ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৬ জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। জোরকদমে চলছে তার প্রস্তুতি।
পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে এই মন্দির গড়ে তোলা হবে। মাটিগাড়ার প্রায় ৫৪ বিঘা জমিতে গড়ে উঠবে মহাকাল মন্দির। মন্দিরের পাশাপাশি তৈরি হবে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র। সেরকমই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জমির একাংশে ইতিমধ্যেই মাটি ভরাটের কাজ শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে গিয়ে এলাকা পরিদর্শন করে এসেছেন। তাঁর আশা, এই মন্দির আগামী দিনে দেশের অন্যতম বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।
গত বছর অক্টোবরে বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত হয় দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড়ে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করেন মমতা। প্রকল্পের কাজ ঠিকঠাক ভাবে করার জন্য একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়। মন্ত্রিসভা থেকে অনুমোদন মেলে।
নতুন বছরের শুরুতেই শিলান্যাস হতে চলেছে মহাকাল মন্দিরের। ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তিনি। বছরের শেষ লগ্নে নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তার পরেই জানুয়ারি মাসে শিলিগুড়ির শিলান্যাসের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি গেরুয়া শিবিরের। এই বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস কি শাসকদলকে বাড়তি মাইলেজ দেবে, সে নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির মন্দির রাজনীতির পাল্টা মমতার মন্দির রাজনীতিতে কি উত্তরবঙ্গে তৃণমূলের ঘাঁটি মজবুত হবে, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের রাজনৈতিন মহলে।