• facebook
  • twitter
Monday, 15 December, 2025

প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ করে পোস্ট ‘বিচলিত বোধ করছি’

বাংলার কাঁথা শিল্পকে নতুন দিশা দেখিয়েছিলেন নীলাঞ্জনা ঘোষ। 'বাংলার কাঁথা' নামে একটি বইও লেখেন

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের জীবনসঙ্গী তথা কাঁথা শিল্পী নীলাঞ্জনা ঘোষের জীবনাবসান। শনিবার সকালে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন।  মুখ্যমন্ত্রী পোস্টে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী–তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।’

মুখ্যমন্ত্রী পোস্টে আরও লেখেন, ‘তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোন ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।’

Advertisement

বাংলার কাঁথা শিল্পকে নতুন দিশা দেখিয়েছিলেন নীলাঞ্জনা ঘোষ। ‘বাংলার কাঁথা’ নামে একটি বইও লেখেন তিনি। কাঁথা শিল্পের প্রতি তাঁর ভালোবাসা গড়ে উঠেছিল মা শ্রীলতা সরকারের কাছ থেকে। নীলাঞ্জনার কাছে কাঁথা ছিল ক্যানভাস।  সেই ক্যানভাসে তিনি মনের মাধুরী মিশিয়ে নিজের কল্পনাকে সুতো দিয়ে ফুটিয়ে তুলতেন।

Advertisement

 

Advertisement