ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। ক্রীড়া দপ্তর সূত্রে খবর সেই ইস্তফা গৃহীত হয়েছে। আপাতত ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী হবেন মমতা। ক্রীড়ামন্ত্রীত্ব থেকে ইস্তফাপত্র গৃহীত হলেও মন্ত্রীসভায় থাকছেন অরূপ। অরূপ ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী।
মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও চিঠিতে সোমবারের তারিখ অর্থাৎ ১৫ ডিসেম্বরের উল্লেখ রয়েছে। অরূপ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের নবান্নে তলব করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁরা সেখানে পৌঁছেও যান। তার পরেই ক্রীড়া দপ্তর সূত্রে জানা যায়, অরূপের ইস্তফাপত্র গৃহীত হয়েছে।