শুরু হল চন্দন নগর বইমেলা

হুগলি জেলার চন্দননগরের হাসপাতাল মাঠে ২৫ তম চন্দননগরের বইমেলার উদ্বোধন।  চন্দননগর ইস্পাত সংঘ এবং চন্দননগর পুর নিগমের সহযোগিতায় ২৩ ডিসেম্বর থেকে ১  জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর দুটো নাগাদ আর  রাত্রি নটা পর্যন্ত বইমেলা চলবে।
এই বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিখ্যাত ফুটবলার অলক মুখার্জি, পরিচালক ও অভিনেত্রী  সুদেষ্ণা রায়, মহা নাগরিক রাম চক্রবর্তী , উপ মহানাগরিক মন্যা আগরওয়াল ,সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, চেয়ারপারসন চন্দননগর পৌরনিগম  স্নিগ্ধা রায় মেয়র ইন কাউন্সিল পার্থ দত্ত এছাড়াও বিশিষ্ট সমাজসেবী রমেশ তেওয়ারি  সহ আরও অনেক গুণীজন। এদিন সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুমন চৌধুরী এবং অপরূপা কাঞ্জিলাল।