• facebook
  • twitter
Friday, 21 March, 2025

প্রয়াত বিশিষ্ট সংবাদপাঠিকা ছন্দা সেন

বুধবার রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রয়াত ছন্দা সেন। আকাশবাণী ও দুরদর্শনের সোনালী যুগের বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেনের বয়স হয়েছিল ৭৬। দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

১৯৭৪ সালে আকাশবাণীতে যোগ দেন ছন্দা সেন। তার ঠিক পরের বছর অর্থাৎ ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠ করতেন। সংবাদ পাঠের পাশাপাশি সঞ্চালনাতেও পারদর্শী ছিলেন তিনি। প্রিয় সংবাদ পাঠিকার আকস্মিক প্রয়াণে শোকস্তম্ভ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তরা।