অন্তঃসত্ত্বা সোনালিকে ফেরাতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র, তোপ তৃণমূলের

আদালতের বেঁধে দেওয়া ৪ সপ্তাহের সময়সীমা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও বাংলাদেশ থেকে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ ৬ জনকে দেশে ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ সামিরুল হোসেন। কেন্দ্রের এই ভূমিকার নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও।
তৃণমূল অভিযোগ করেছে, কেন্দ্রের বিজেপি সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে। সামিরুল ইসলাম ও শশী পাঁজা এই নিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন। সামিরুল ইসলাম সোশাল মিডিয়ায় লিখেছেন যে, আদালতের নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার সোনালিদের দেশে ফেরানোর ন্যূনতম পদক্ষেপও করেনি৷ এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই আচরণ শুধু আইনের প্রতি অসম্মান নয়, মানবিকতার প্রতিও আঘাত।
সামিরুল আরও জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের পাশাপাশি বাংলাদেশের একটি আদালতও সোনালিদের ভারতীয় বলে চিহ্নিত করেছে। সেদেশের আদালত ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিয়েছে, সোনালিদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শরী পাঁজা কেন্দ্রের ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে এই আচরণ মানবাধিকারের পরিপন্থী।
উল্লেখ্য, অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে সেদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। চলতি বছরের ২৬ জুন দিল্লি থেকে অসম সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সোনালির পরিবারের দাবি, তাঁরা তিন পুরুষ ধরে বীরভূমের মুরারইয়ে বসবাস করছেন।