নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

প্রতিনিধিত্বমূলক চিত্র

এসএসসির গ্রুপ ‘সি’ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও এক ধাপ এগোল। মঙ্গলবার আলিপুর আদালতের নির্দেশে পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাক্তন শিক্ষা সচিব সুবীরেশ ভট্টাচার্য, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থা নাইসার নীলাদ্রি দাস, এসএসসির কর্মী সমরজিৎ আচার্য, পর্ণা বসু এবং পঙ্কজ বনসল— এই পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা গিয়েছে, তদন্তকারীদের হাতে আগে থেকে থাকা একটি অডিয়ো-ভিডিয়ো ক্লিপের সত্যতা যাঁচাই করতেই এই পদক্ষেপ। যদিও সেই ক্লিপটি তাঁরা কীভাবে সংগ্রহ করেছেন, সিবিআই আধিকারিকেরা তা প্রকাশ্যে আনতে চাননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই অডিয়ো-ভিডিয়োতে গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, যা নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত।

শুনানির সময় সুবীরেশের আইনজীবী ওই অডিয়ো-ভিডিয়োর গ্রহণযোগ্যতা ও উৎস নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু সিবিআই আদালতকে জানায়, তদন্ত চলাকালীন সেই সূত্র প্রকাশ করা সম্ভব নয়। বিচারক মৌখিক নির্দেশে সিবিআইকে একটি ‘কনফিডেনশিয়াল নোট’-এর মাধ্যমে ওই ক্লিপ সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেন।


সিবিআইয়ের দাবি, অভিযুক্ত পাঁচ জনই বৃহৎ চক্রের অংশ এবং পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন। এই পাঁচ জনের নাম আগেই চার্জশিটে অন্তর্ভুক্ত হয়েছে বলেও কেন্দ্রীয় সংস্থার দাবি।

প্রসঙ্গত, এর আগে এই মামলায় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র এবং প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। তদন্তকারীরা মনে করছেন, এইসব কণ্ঠস্বর বিশ্লেষণের মাধ্যমেই দুর্নীতির মূল যোগসূত্র ও পরিকল্পনার খুঁটিনাটি আরও স্পষ্ট হবে।