অনশন প্রত্যাহার শিক্ষাকর্মীদের

ফাইল চিত্র

টানা ১১ দিন ধরে অনশন চলার পর বৃহস্পতিবার রাতে সাময়িকভাবে অনশন ও অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করেন চাকরিহারা ‘যোগ্য’ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে আইনি সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি মিলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। দীর্ঘ অনশন চলার কারণে একাধিক চাকরিহারা শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরই পর্ষদের সভাপতির সঙ্গে বৈঠকের পর মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগের দিন অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শিক্ষাকর্মীরা।
বৃহস্পতিবার কয়েকজন শিক্ষাকর্মীর সঙ্গে দীর্ঘক্ষণ বেঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে আইনি লড়াইয়ে শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। রিভিউ পিটিশনে একসঙ্গে যাওয়ারও বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ থাকায় মানবিক কারণে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শিক্ষাকর্মীরা।
যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ সহ আরও বেশ কয়েকটি দাবিতে সল্টলেকের করুণাময়ী মোড়ে অনশন ও অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। টানা ১১ দিন অর্থাৎ ২৬৮ ঘণ্টা ধরে তাঁরা অনশনরত অবস্থায় ছিলেন। ১২০ ঘণ্টা জল না খেয়ে তাঁরা অনশন চালিয়েছেন। এক চাকরিহারা শিক্ষাকর্মীর দাবি, সরকারের আশ্বাস তো রয়েছেই। তবে রিভিউ পিটিশনের প্রস্তুতি নেওয়ার জন্যই আন্দোলন থেকে সরছেন শিক্ষাকর্মীরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শিক্ষাকর্মীদের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন।