কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে বড়সড় বিপত্তি। শুক্রবার রাতে বিডন স্ট্রিটের গার্লস হস্টেলের চাঙর ও লোহার বিম ভেঙে পড়ে। সেই ঘরে তখন ঘুমোচ্ছিলেন তিন ছাত্রী। অল্পের জন্য তাঁরা প্রাণে রক্ষা পান। হস্টেলের ১৭ নম্বর ঘর থেকে তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে হস্টেলের ছাদ ও ঘরের মেরামতির কোনও কাজ হয়নি। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও লাভ হয়নি।
ওই ঘরের এক আবাসিক বলেন, ‘আমার বিপরীত দিকের বেডে বিমটি ভেঙে পড়ে। একটি দরজায় সেটি আটকে যায়। না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা আতঙ্কে আছি।’ হস্টেল কর্তৃপক্ষের তরফে ছাত্রীদের অন্য ঘরগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অন্য হস্টেল ও গেস্ট হাউসগুলিতে ছাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। এই ধরনের বিপজ্জনক ঘটনা আগেও ঘটেছে বলে দাবি ছাত্রীদের।
Advertisement
হস্টেলের অন্তত ৭৫ জন আবাসিককে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হস্টেলগুলিতে তাঁদের অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে। ছাত্রীদের বক্তব্য, ‘সামনেই আমাদের পরীক্ষা শুরু। ঠিক এই সময় পরিবেশ বদলে গেলে মনঃসংযোগ নষ্ট হবে। পড়াশোনায় বড় ধাক্কা লাগতে পারে।’ এদিকে ঘটনার পর ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল ঘুরে দেখেন। হস্টেলটি আপাতত খালি করে দেওয়ার পরামর্শ দেন তাঁরা।
Advertisement
Advertisement



