গত বছরের আগস্ট মাসে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার রুমে ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই এক তরুণী চিকিৎসককে। সেই ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৃত তরুণী চিকিৎসকের বাবা–মা। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারকে এ বিষয়ে শিয়ালদহ আদালতে আর্জি জানাতে বলেছেন। পাশাপাশি তাঁর নির্দেশ, শিয়ালদহ আদালতকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। নিম্ন আদালত নির্যাতিতার পরিবারকে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দিলে কতজন সেখানে উপস্থিত থাকতে পারবেন তা–ও নির্দিষ্ট করে দিতে বলা হয়েছে।
সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা। যে জায়গায় তাঁদের মেয়ের উপর নৃশংস অত্যাচার করা হয়েছে সেই স্থান তাঁরা সরেজমিনে খতিয়ে দেখতে চান। নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ় এডুলজি জানিয়েছেন, আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনী হাতে। তাই ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাইতে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
তবে নির্যাতিতার পরিবারের এই আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য। রাজ্যের আইনজীবীর দাবি, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে এই মামলা করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার পরিবারের ঘটনাস্থলে যাওয়া নিয়ে প্রথম থেকে কোনও আপত্তি জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সব পক্ষের সওয়াল জবাব শুনে নির্যাতিতার পরিবারকে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্য চাইলে সেই মামলায় যুক্ত হয়ে নিজের বক্তব্য জানাতে পারে।