আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য

আপাতত অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে, জানা গেছে এমনটাই।

Written by SNS Kolkata | December 15, 2020 11:00 am

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। (Photo: IANS)

আপাতত অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে, জানা গেছে এমনটাই। 

চিকিৎসকদের কথায়, সােমবারে তুলনায় অনেকটাই সুস্থ বুদ্ধবাবু। কারাের সাহায্য ছাড়াই ফল খাচ্ছেন। তিনি। প্রত্যেকদিন খবরের কাগজ পড়ে শােনানাে হচ্ছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক উন্নতি হচ্ছে। তবে বাড়ি ফেরার পরামর্শ দিলেও এখন তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, যতদিন না পর্যন্ত তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে ততদিন তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হবে। ইতিমধ্যেই ক্যাথেটার সরানাে হয়েছে। বুদ্ধবাবুর পালস রেট, রক্তচাপ স্বাভাবিক। শুরু হয়েছে তাঁর ফিজিওথেরাপি। 

প্রসঙ্গত গত শুক্রবার থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের এক পরিচিতকে তাঁর সঙ্গে হাসপাতালে থাকার অনুমতি দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। হাসপাতাল সূত্রে খবর, শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও নিয়ন্ত্রণে।