ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে আক্রমণ করলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দিন কয়েক আগেই তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই প্রসঙ্গেই শনিবার উপাচার্যকে একহাত নেন ব্রাত্য। তিনি বলেন, ‘আমি জানি না ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন ছাত্রকে এভাবে সেন্সর করা যায় কি না।’
সম্প্রতি এনআইআরএফ র্যাঙ্কিংয়েও বেশ খারাপ ফল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েও শান্তা দত্তকে একহাত নেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, ‘অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে বিশ্ববিদ্যালয় প্রায় শেষ। তারপর ছাত্রদের ধরে ধরে টার্গেট করা, প্রতিহিংসা মেটানো, এটা ছাত্র সমাজের পক্ষে কলঙ্কের। সে কেয়ার টেকার হোক বা যাই হোক।’ কাক ময়ূরের পুচ্ছ পরলেই ময়ূর হয় না’ বলেও শান্তা দত্তকে কটাক্ষ করেন ব্রাত্য।