সেতু ও রাস্তার দাবিতে ভোট বয়কট বর্ধমানের দিলালপুরে

Written by SNS March 30, 2024 2:16 pm

আমিনুর রহমান, বর্ধমান, ২৯ মার্চ– সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কট এর ডাক দিলেন গ্রামবাসীরা৷ এ নিয়ে পূর্ব বর্ধমানের মেমারি ব্লকের বাগিলা পঞ্চায়েতের দিলালপুরে ভোট বয়কটের পোস্টার দেওয়া হয়েছে৷ গ্রামবাসীরা এ বিষয়ে সরব হয়েছেন৷ দিলালপুরে রয়েছে ডিভিসির সেচ খালের উপর একটি ভগ্নপ্রায় কাঠের সেতু৷ দীর্ঘ দিন ধরে ওই সেতু মেরামত করা হয়নি৷ ভোট আসে ভোট যায়, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ৷ এবার তাই এলাকার মানুষজন এককাট্টা হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন৷

স্থানীয়রা দাবি করেছেন ডিভিসির সেচ খালের উপর যে কাঠের সেতু রয়েছে সেটির এখন সঙ্গীন অবস্থা৷ অথচ এই সেতুই মেমারি পৌরসভা বা বাগিলা পঞ্চায়েতের মধ্যে একমাত্র পারাপারের ভরসা৷ কাঠের সেতুর নিচে খুঁটি ভেঙ্গে পডে়ছে৷ একই সঙ্গে ভেঙ্গে পডে়ছে সেতুর রেলিং৷ গ্রামবাসীদের ভাষায় ঝুলন্ত মরন ফাঁদ হয়ে থাকা ওই সেতু দিয়ে বিপদের ঝুঁকি নিয়ে কোনরকম যাতায়াত চলছে৷ তবে গাডি় চালানোর মতো অবস্থা নেই৷ সবচেয়ে অসুবিধা অসুস্থ, প্রসুতিদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া৷ ছাত্র ছাত্রীদেরও চরম অসুবিধার মধ্যে পড়তে হয়৷ এর কয়েক বছর আগে গ্রামবাসীদের দাবি ছিল কংক্রিটের সেতু গডে় তোলা হোক৷ সে দাবি আজও অধরা৷ পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই৷ সেতু ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে সরব এলাকাবাসী৷ গ্রাম জুডে় ভোট বয়কটের পোস্টার পডে়ছে৷ প্রার্থীরাও এই গ্রামে খুব একটা প্রচার শুরু করেননি৷