নেশাগ্রস্ত অবস্থায় বচসার জেরে পুকুরে ফেলে দেয় বন্ধুকে। বন্ধুর হাতে যুবকের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়িতে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
পুলিশ সূত্রে খবর, সিউড়ির কড়িধ্যার বাসিন্দা মৃত যুবকের নাম বিক্রম অঙ্কুর। জানা গিয়েছে, বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন ওই যুবক। এরপর বৃহস্পতিবার পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়। পুলিশ তদন্ত শুরু করলে মৃত যুবকের বাইক উদ্ধার করে গ্রামের এক বাসিন্দা মনোজিৎ হাজরার কাছ থেকে।
এরপরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় সন্দেহ হয় পুলিশের। অভিযুক্ত মনোজিৎকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তিনি অবশেষে নিজের দোষ স্বীকার করেন। তিনি জানান, বুধবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় তাঁর সঙ্গে বচসা বাধে বিক্রমের। এরপরে বিক্রমকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেন মনোজিৎ। পুলিশ অভিযুক্তর বলা কথার সূত্র ধরে তিনদিন পর পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে।