মহালয়ার সকালে কালনায় উদ্ধার শিশুকন্যা-সহ বধূর ঝুলন্ত দেহ। মৃত গৃহবধূর নাম সোহিনী হেমব্রম। কালনা থানার সিমলনের গুপ্তিপুর এলাকার বাসিন্দা। মহিলার স্বামী ভিনরাজ্যে কর্মরত।
জানা গিয়েছে, পাঁচবছরের শিশুকন্যাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন ওই মহিলা। রবিবার সকালে তাঁর বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। সেই মতো প্রস্তুতি নিয়েছিলেন বলে খবর। এরপরই ঘর থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন সোহিনী। তবে কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
Advertisement
এদিকে শ্বশুড়বাড়ির সঙ্গে সমস্যা ছিল বলে দাবি করছে সোহিনীর পরিবার। স্থানীয়দেরও একই মত। কী কারণে সোহিনী শিশুকন্যা নিয়ে আত্মহত্যা করলেন, তার উত্তর খুঁজছে পুলিশ। হাসপাতালে দাঁড়িয়ে শ্বাশুড়ি বলেন, ‘বউমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। সকালে আমার হাতে লোনের কিস্তির টাকা এবং লাইটের বিলের টাকাও দিয়েছিল। তারপর আমি কাজে চলে যাই। বাড়ি ফিরে দেখি এই ঘটনা। কী করে হল কিছুই বুঝতে পারছি না।’ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



