• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বিএলও-দের পারিশ্রমিক বেড়ে হল ১৮ হাজার

এছাড়াও ডিজিটাইজেশনের জন্য ডেটা খরচ বাবদ অতিরিক্ত টাকা বিএলও-দের দেওয়া হবে

নজরুল মঞ্চে জেলার বিএলও-দের প্রশিক্ষণ

রাজ্যের বিএলও-দের দীর্ঘদিনের দাবি মেনে নির্বাচন কমিশন তাদের পারিশ্রমিক বৃদ্ধি করল। আগে বিএলও-দের পারিশ্রমিক ছিল ৬ হাজার টাকা, পরে তা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছিল। এবার তা ১৮ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও ডিজিটাইজেশনের জন্য ডেটা খরচ বাবদ অতিরিক্ত টাকা বিএলও-দের দেওয়া হবে।

শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন ভোটকর্মী ও বিএলও-দের ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, পারিশ্রমিক বৃদ্ধির ফলে বিএলও-দের কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে এবং তাদের মর্যাদা ও সহায়তা নিশ্চিত হবে।
বিগত সময়ে বিএলও-রা কাজের চাপ, সময়ের অভাব এবং অন্যান্য সমস্যায় জর্জরিত ছিলেন। এমনকি কেউ কেউ কাজে চাপের কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এই নতুন সিদ্ধান্তে বিএলও-দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশন আশা করছে, নতুন পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধার মাধ্যমে ভোটার তালিকা সংক্রান্ত কাজের মান ও কার্যকারিতা আরও উন্নত হবে। বিএলও-দের কাজ সহজ এবং নিরাপদ করার এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দক্ষ করবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement