বিজেপি’র পার্টি অফিস ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে

ফের বিজেপি পার্টি অফিস ভেঙে ফেল্লার অভিযােগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর সগুনা অঞ্চলে।

Written by Ankita Acharya Kalyani | December 22, 2020 7:18 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

ফের বিজেপি পার্টি অফিস ভেঙে ফেল্লার অভিযােগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর সগুনা অঞ্চলে। বিজেপির অভিযােগ, রাস্তার ধারে বিজেপির যুব পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিস রবিবার রাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

সােমবার সকালবেলা স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে জড়াে হন। বিজেপি নেতা সুবল মণ্ডল বলেন, শাসক দলের দুষ্কৃতীরা এই পার্টি অফিস ভাঙচুর করে। সগুনা অঞ্চলে বিজেপির প্রভাব বাড়ছে। সেই কারণেই

শাসক দলের দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে। যদিও এই অভিযােগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা মিলন রায় বলেন, এই ভাঙচুরের পিছনে শাসক দলের কারোর হাত নেই। বিজেপির গােষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ভাঙচুর।

নিজেরা ভাঙচুর করে শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলছে বিজেপির কর্মীরা। সগুনা অঞ্চলে বিজেপির কোনও অস্তিত্ব নেই বলে জানান মিলনবাবু। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।