সোমবার কলকাতা হাইকোর্টে সাময়িক আইনী স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ভাটপাড়া থানার পুলিশ। সেই মামলায় আগের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতে আইনী স্বস্তিতে অর্জুন, আপাতত বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।
এদিন কলকাতা হাইকোর্টে স্বস্তি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ভাটপাড়া থানার পুলিশ। সেই মামলায় আগের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
Advertisement
আপাতত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার ফের শুনানি রয়েছে। ভাটপাড়া পুলিশের দাবি, -‘ব্যারাকপুর থানার পুলিশ কর্মীরা যখন অর্জুন সিংয়ের বাড়িতে নোটিস নিয়ে হাজির হয়েছিলেন, তখন তাঁর দেহরক্ষী এবং অর্জুন সিং নিজে অফিসারদের হেনস্থা করেন’। এই মামলায় তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রক্ষকবচ চেয়ে আবেদন করেছিলেন অর্জুন সিং। সেই মামলাতেই এদিন বিজেপি নেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
Advertisement
Advertisement



