মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

প্রতীকী ছবি

মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের পেঁচাকুড়া গ্রামের ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির পুলিশ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় পেঁচাকুড়া গ্রামের লোকালয় লাগোয়া একটি ফাঁকা জায়গায় বন্ধুদের নিয়ে মদ্যপানের আসর বসান বিজেপির বিষ্ণুপুর-১ মণ্ডলের সহ-সভাপতি শান্তিময় গাঙ্গুলি। এর প্রতিবাদ জানান এলাকার বাসিন্দা কাকলি মোদক। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই বিজেপি নেতা।

কাকলি মোদককে গালিগালাজ করতে শুরু করেন তিনি। জোর গলায় কথা বলতে থাকেন বিজেপি নেতা। সেই সময় অভিযোগকারী মহিলার ছেলে বাড়ি থেকে বেরিয়ে মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। এরপর রাধানগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন কাকলিদেবী। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।


এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, পুলিশ প্রশাসনের তদন্তে ভরসা নেই। দলের কেউ এই ধরনের কাজ করে থাকলে, দল তা কোনওভাবেই বরদাস্ত করবে না। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।