তৃণমূলের ভোটরক্ষা শিবিরে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের উত্তেজনা। ভেকুটিয়ার পরে এ বার হরিপুর। তৃণমূলের ‘বাংলার ভোটরক্ষা শিবির’-এ হামলার অভিযোগ উঠল শুক্রবার রাতেই। দলীয় দাবি, শিবিরে ভাঙচুর চালানো হয়, ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স ও প্যান্ডেলের কাপড়। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও গেরুয়া শিবিরের দাবি, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন—“অস্তিত্ব সংকটে পড়ে তৃণমূল মিথ্যা দোষারোপ করছে।”
এ মুহূর্তে রাজ্য জুড়ে চলছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। নানা সমস্যা ও অভিযোগ সামনে আনছেন ভোটাররা। BLO–দের উপর অতিরিক্ত কাজের চাপ নিয়েও ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে অধিকাংশ জেলায় ব্লক–স্তরে সহায়তা শিবির চালু করেছে তৃণমূল। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কোনও সমস্যা বা বিভ্রান্তি থাকলে সেখানে এসে সাহায্য চাইতে বলা হয়েছে।
নন্দীগ্রামের হরিপুরেও এমনই শিবির ছিল। অভিযোগ, শুক্রবার রাতে সেই SIR সহায়তা শিবিরেই হামলা হয়। এর আগে নন্দীগ্রাম–১ ব্লকের ভেকুটিয়ায় একই ধরনের অভিযোগ উঠেছিল। শুক্রবার রাতে হরিপুরে ফের হামলার ঘটনাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
জেলার তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, “তৃণমূল যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখনই নন্দীগ্রামের বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তার ফলেই সাহস পেয়ে বিজেপির কর্মীরা আমাদের সহায়তা কেন্দ্রে ভাঙচুর করেছেন। আসলে ওরা নন্দীগ্রামের মানুষের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নিতে চাইছে।” অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা অভিজিৎ মাইতি। তিনি দাবি করেছেন, “তৃণমূলের অভিযোগের কোনও ভিত্তি নেই।”