মমতা বন্দ্যোপাধ্যায়ের পােস্টারে গােবর লেপে দেওয়ার অভিযােগ উঠলাে বিজেপির বিরুদ্ধে

তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়ের পােস্টারে গােবর লেপে দেওয়ার অভিযােগ উঠলাে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

Written by Ankita Acharya Kalyani | March 5, 2021 3:44 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (File Photo: IANS)

তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়ের পােস্টারে গােবর লেপে দেওয়ার অভিযােগ উঠলাে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে নদিয়ার গয়েশপুরে ১৪ নম্বর ওয়ার্ডে।

এলাকার বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে। বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি এই অভিযােগ অস্বীকার করে।

পুলিশ অভিযােগের তদন্ত শুরু করেছে। উত্তেজনা থাকায় এলাকায় জারি রয়েছে পুলিশি টহল।

স্থানীয়রা জানান, গয়েশপুরের বিভিন্ন জায়গায় বাংলা নিজের মেয়েকে চায় পােস্টার লাগানাে হয়েছে। সেই পােস্টারে কে বা কারা গােবর লেপে দিয়ে যায়।

এই বিষয়ে গয়েশপুরের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি কৌশিক ঘােষ বলেন, বিজেপি এই কান্ড ঘটিয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কেউ যদি ভাবে আমরা হাতে চুড়ি পরে রয়েছি তাহলে সেটা ভুল। এখন থেকে খেলতে চাইছে বিজেপি। আমরা খেলার জন্য প্রস্তুত। যদিও বিজেপি এই অভিযােগ পুরােপুরি অস্বীকার করেছে।