• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা গেট

শোভাগঞ্জ মোর, কালজানি ব্রিজ ও দমকল কেন্দ্রের সামনে বিশ্ব বাংলা গেট তৈরি করা হবে। বৃহস্পতিবার এই গেটগুলির নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

পর্যটকদের টানতে আলিপুরদুয়ারে তৈরি করা হচ্ছে বিশ্ব বাংলা গেট। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর জানিয়েছেন, শোভাগঞ্জ মোর, কালজানি ব্রিজ ও দমকল কেন্দ্রের সামনে বিশ্ব বাংলা গেট তৈরি করা হবে। বৃহস্পতিবার এই গেটগুলির নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আলিপুরদুয়ার পুরসভা সূত্রে খবর, ২০২৬ সালের জানুয়ারি মাসের আগেই এই গেটগুলি শহরের মানুষকে উপহার দেওয়া যাবে। গেট তৈরির জন্য ই-টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে হয়ে গিয়েছে। পুরসভা নিজস্ব তহবিল থেকে এই গেট তৈরি করবে। যদিও ঠিক কত তা খরচ হবে, তা অবশ্য এখনই বোঝা সম্ভব নয় বলে জানিয়েছেন পুরপ্রধান।

Advertisement

পর্যটকদের কাছে আলিপুরদুয়ার শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে সম্প্রতি একাধিক সিদ্ধান্ত নিয়েছে পুরসভার। আর সেই কারণেই ঝিল সংস্কার, নতুন পার্ক তৈরির পাশাপাশি এবার তৈরি করা হচ্ছে বিশ্ব বাংলা গেট। বৃহস্পতিবার গেটের নকশা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার কর্মী, ইঞ্জিনিয়াররা।

Advertisement

Advertisement