রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার, ধৃত ২

এবার জেলার বাইরে অভিযান চালিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করল বনবিভাগ।

Written by SNS Jalpaiguri | October 17, 2019 4:31 pm

উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া। (Photo: Statesman News Service)

এবার জেলার বাইরে অভিযান চালিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করল বনবিভাগ। আলিপুরদুয়ারের হাসিমারা চৌপথি থেকে উদ্ধার হয় ১৪ ফুট লম্বা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া ও ১১০টি হাড়।

গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। এরা ভূটানের বাসিন্দা। তাদের মধ্যে একজন ভুটানের প্রাক্তন সেনাকর্মী। নাম ইয়ংবা নানং ও নামগে ওয়াংডি। জলপাইগুড়ির বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বৈকণ্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে।

সঞ্জয়বাবু জানিয়েছেন, গােপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে মঙ্গলবার বিকেলে হাসিমারা চৌপথি থেকে হাড়গােড় সহ একটি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়।

ধৃত দু’জন জেরায় জানিয়েছে যে এই বাঘের ত্বক অসম থেকে ভূটানের গালিফু হয়ে নেপালের কাঠমাণ্ডুতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে ৩২ লক্ষ টাকায় বিক্রির কথা হয়েছিল। তারা এক মাস ধরে এই পাচারের চেষ্টা করছিল। দলে এক মহিলাও ছিল। তাকে অবশ্য ধরা যায়নি। তবে তার নাম জানা গেছে।