পিংলায় টাকাসহ ভারতীর গাড়ি আটক

ঘাটাল লােকসভার পিংলার ডাকবাংলাে মােড়ের কাছে বৃহস্পতিবার রাত বারােটা নাগাদ টাকা বিলি করছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘােষ।

Written by SNS Kolkata | May 10, 2019 8:20 am

ভারতী ঘােষ বিজেপি-তে যোগ দিচ্ছেন (Photo: IANS/BJP)

ঘাটাল লােকসভার পিংলার ডাকবাংলাে মােড়ের কাছে বৃহস্পতিবার রাত বারােটা নাগাদ টাকা বিলি করছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘােষ।

পিংলার বাসিন্দা গােবিন্দ দাসকে সঙ্গে নিয়ে তিনি এই কাজ করছিলেন। খবর পেয়ে পিংলা থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের ভিডিও রেকর্ডিংয়ের ক্যামেরাম্যানসহ একটি টিম সেখানে যায়। পুরাে ঘটনাটি রেকর্ডিং করতে গেলে ভারতী ঘােষ ক্যামেরা ভেঙে দেন বলে অভিযােগ।

ভারতীর গাড়িতে টাকা আছে বলে সন্দেহ পুলিশের। পুলিশের সঙ্গে সহযােগিতা করতে নারাজ ভারতী।

পুলিশ ভারতী ও তাঁর গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে। তিন লক্ষ টাকা বিলি করা হচ্ছিল বলে পুলিশের ধারণা।

ভােটের সময় কোনও প্রার্থী ৩৪ হাজার টাকার বেশি সঙ্গে নিয়ে যাতায়াত করতে পারেন না, যদি রাখেন সেক্ষেত্রে বৈধ কাগজপত্র দেখাতে হবে। ভারতীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ও দেবাশিস চৌধুরী।

ইংরেজিতে পড়ুন । Cash seized from car of BJP candidate Bharati Ghosh in West Midnapore: Police