বাঙালি হলে কিংবা বাংলায় কথা বললেই সেঁটে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশি’ তকমা। গ্রেপ্তার করে পুরে দেওয়া হচ্ছে জেল কিংবা পুলিশ লক আপে গোটা দেশ জুড়ে, বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর পুলিশি হেনস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সুদূর কলকাতা মহানগরী থেকে শুরু করে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
গত কয়েকদিন আগেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ্যের চার যুবক। তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে গোটা রাজ্যজুড়ে গ্রেপ্তার হওয়া ওই চার যুবকের মধ্যে একজনের নাম বিবেক গোস্বামী। তাঁর বাড়ি এ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর থানার আকাইপুর এলাকায় খবর পেয়ে শনিবার ওই যুবকের বাড়ি ছুটে যান তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি কথা বলেন যুবকের বৃদ্ধ মা-বাবার সঙ্গে।
Advertisement
এ বিষয়ে মমতাবালা বলেন, ‘বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার চলছেI বাংলায় কথা বললেই সেঁটে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা। দিল্লি থেকে সূত্র মারফত খবর পেয়ে ওই যুবকের বাড়িতে এসেছিI প্রথমে ওই যুবককে মুম্বই পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে। সেই সময় ওই যুবককে তাঁর স্ত্রী ছাড়া কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। পরে ছেড়ে দিলেও এখন তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এটা অন্যায়। মারাত্মক বিপজ্জনক প্রবণতাI বিজেপির জঘন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলতেই থাকবে।’
Advertisement
Advertisement



