ভুয়ো খবর আর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বাংলা শুধু দেশের মধ্যেই নয়, গোটা বিশ্বকে পথ দেখাবে। মিথ্যা প্রচার চালিয়ে এই রাজ্যের সম্মান নষ্ট করা যাবে না।’ বৃহস্পতিবার কলকাতায় এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে কিছু মহল রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ সেই ষড়যন্ত্র বুঝে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত কয়েক বছরে রাজ্যের পরিকাঠামো, শিল্প, শিক্ষা ও সামাজিক প্রকল্পে যে অগ্রগতি হয়েছে, তা আন্তর্জাতিক স্তরেও নজর কাড়ছে। তাঁর কথায়, ‘আমাদের কাজই আমাদের পরিচয়। কাজের জায়গায় বাংলা বারবার প্রমাণ করেছে, উন্নয়ন আর মানবিকতার পথে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’ তিনি দাবি করেন, উন্নয়নমূলক এই যাত্রাকে থামাতে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভাজন তৈরি করতে পারে। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি জানান, সত্য যাচাই না করে কোনও খবর বিশ্বাস করা উচিত নয়। তাঁর কথায়, ‘মানুষকে সচেতন হতে হবে। সত্যের শক্তিই সবচেয়ে বড়।’ একই সঙ্গে সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজকে সঠিক পথে রাখতে়।
রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী— এই প্রকল্পগুলি শুধু কাগজে নয়, বাস্তবে মানুষের জীবনে পরিবর্তন এনেছে।’ তিনি জোর দিয়ে বলেন, এই সাফল্যই প্রমাণ করে বাংলা পিছিয়ে নেই, বরং এগিয়ে রয়েছে।
বক্তব্যের শেষাংশে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা মানেই সম্প্রীতি, সংস্কৃতি আর সংগ্রামের ইতিহাস। এই ঐতিহ্যকে কেউ ভুয়ো খবর দিয়ে মুছে দিতে পারবে না।’