বাংলা শেষ করবে ধর্মীয় ঔদ্ধত্য, ব্রিগেড থেকে দাবি রাজ্যপালের

রবিবার ব্রিগেডে অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। এই কর্মসূচিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের প্রাক্তন দুই সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। উপস্থিত হয়েছেন বিজেপির আরও দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং রাহুল সিংহও। রয়েছেন বিজেপির আরও অনেক নেতা। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ব্রিগেড থেকে ‘ধর্মীয় ঔদ্ধত্য’কে শেষ করা কথা বলেন রাজ্যপাল। আর তাতে বাংলা অগ্রণী ভূমিকা নেবে বলেও দাবি করেন তিনি।

রাজ্যপাল বলেন, ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা৷ তাই আমি আজ  হিন্দিতেই আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব৷ ইংরেজি আমাদের মাতৃভাষা নয়৷ ইংরেজি আমাদের দাইমার মতো৷ দাইমা কখনও মা হতে পারেন না৷’ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসকে ইঙ্গিত করে ধর্মের নামে ঔদ্ধত্যের অভিযোগ তোলেন তিনি। রাজ্যপাল বলেন, ‘মানুষ আমাদের শক্তি৷ মানুষ আমাদের হাতিয়ার৷ শত্রু আমাদের সামনে দাঁড়িয়ে আছে৷ বাংলা ধর্মীয় ঔদ্ধত্য শেষ করতে প্রস্তুত৷’

গীতাপাঠ উপলক্ষে মোট তিনটি মঞ্চ তৈরি করা হয়েছিল৷ মূল যে মঞ্চ থেকে গীতাপাঠ করা হয়, তার নাম রাখা হয়েছিল ‘পার্থসারথি’ ৷ যা শ্রীকৃষ্ণের আরেকটি নাম। অন্য একটি মঞ্চের নাম রাখা হয়েছিল ‘শংকরাচার্য’ ৷ এ দিন সকাল ৮টার সময় প্রদীপ প্রজ্জ্বলন করে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়৷ এরপর হয় বিশেষ আরতি৷ গীতাপাঠ শুরু করার আগে হয় বেদপাঠ এবং হরিনাম সংকীর্তন৷