• facebook
  • twitter
Friday, 5 December, 2025

করোনা সংক্রমণে দেশে তৃতীয় স্থানে বাংলা

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতালগুলো করোনা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

ফাইল চিত্র

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৬ জন। বর্তমানে রাজ্যে করোনার সক্রিয় কেসের সংখ্যা ৫৩৮। সক্রিয় করোনা আক্রান্তের হিসাবে দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। করোনার নতুন ঢেউয়ে এখনও পর্যন্ত রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি কলকাতার বাসিন্দা এক মহিলা। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে বেশিরভাগ আক্রান্ত বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন।

বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক সাত মাসের শিশু ভর্তি আছেন। বেলেঘাটা আইডি আসপাতালেও করোনা পজিটিভ হয়ে অনেকে ভর্তি আছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতালগুলো করোনা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। রাজ্যের প্রত্যেকটা সরকারি হাসপাতালকে তাদের ব্যবস্থাপনাগুলি ফের একবার দেখে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

Advertisement

পাশাপাশি কোভিডের জন্য যে সমস্ত জিনিসপত্র আগে ব্যবহার করা হয়েছে সেগুলো ঠিকমতো রয়েছে কি না তা ফের একবার খতিয়ে দেখার নির্দেশ এসেছে। হাসপাতালগুলির তরফে এ সংক্রান্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই রিপোর্ট একত্রিত করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে জমা দেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

Advertisement

Advertisement