রেল বাজেটে বঞ্চিত বাংলা

চাপের কাছে নতিস্বীকার, রাজ্যের কোনও রেলরুট বন্ধ নয়

নিজস্ব প্রতিনিধি- সাধারণ বাজেটের সঙ্গে সঙ্গে রেল বাজেটে প্রাপ্তি জানতে সকলের নজর ছিল। যদিও বাজেট বক্তৃতা শেষে দেখা গেল বঞ্চিত বাংলা।

প্রাপ্তি বলতে শুধু পূর্বরেল পথকে সম্পূর্ণ ব্রডগেজ করার কথা ঘোষণা। একইসঙ্গে বাংলার প্রস্তাবিত ও নির্মীয়মান মেট্রো প্রকল্পগুলিকে নিয়েও তেমনভাবে বাজেটে কিছুই উল্লেখ নেই।

যদিও বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের জন্য ১৭ হাজার কোটি, মুম্বাইয়ে রেলপথ বসানোয় ১৭ হাজার কোটি এবং মুম্বই পরিবহনের উন্নয়নে বরাদ্দ হয়েছে ৪০ হাজার কোটি।


এরপর বাংলার রেলপথ উন্নয়ন বা সংস্কারে বিস্তারিত বাজেটে বাংলার ঝুলিতে কিছু থাকবে কিনা তা নিয়েও অন্ধকারে সকলে। এদিনের বাজেট বক্তৃতার পর বিস্তারিত বাজেটে বাংলার ঝুলিতে কি থকতে পারে তা নিয়ে অঙ্ক কষছেন অনেকেই। যদিও তেমন বড় প্রকল্প কিছু বাংলার জন্য থাকছে কিনা তা নিয়ে সংশয়ে সকলেই।

রেলবাজেটে বাংলাকে একপ্রকার বঞ্চিত করায় ক্ষুব্ধ বঙ্গবাসী।