অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল বারুইপুর পুলিশ, জেলায় পুজো নির্বিঘ্নে

প্রতিকি ছবি (File Photo: iStock)

করােনা কম বেশি পুজোর ভিড়েকতায় সংক্রমণ ছড়িয়েছে আরও দু’সপ্তাহ পর তা জানা যাবে। আপাতত নির্বিঘ্নে শেষ হল বারুইপুর পুলিশ জেলার সতেরােটি থানা এলাকার পুজো।

জেলার নতুন পুলিশ সুপার কামনাশিস সেন প্রশাসনিক কড়া পদক্ষেপ নেওয়ায় বড় কোনও অঘটন ঘটেনি। অপরাধমূলক কাজ যারা করতে পারে এবং যাদের নামে ওয়ারেন্ট জারি ছিল তাদের পুজোর আগেই গ্রেফতার করা হয়।

বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, এমন নিরানবুই জনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও গন্ডগােল প্রতিরােধে সতর্কতা হিসেবে চারশাে সত্তর জনকে গ্রেফতার করা হয়। নিয়ম ভেঙে এত গাড়ি চালানাের জন্য এক হাজার সাতশাে নব্বই জনকে ধরা হয়।


বিভিন্ন জায়গাতে হানা নিয়ে উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র পাঁচ রাউন্ড গুলি ও পচিশ গ্রাম হেরােইন। পুজোর দিন পুলিশের নজরদারি ছিল দেখার মতাে। সাদা পোশাকের পুলিশের সঙ্গে ছিল দক্ষ মহিলা পুলিশবাহিনী। নজরদারিতে ছিলেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরাও। সব দিক সামলে সঠিক পদক্ষেপ নেওয়াতে বারুইপুর পুলিশ। জেলা শহরতলীর ও সুন্দরবনের একটি বড় অংশের পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পারল সমন্বয় কমিটিগুলি।