অনলাইন ব্যাঙ্ক পরিষেবা চালু হওয়ার জন্য মােবাইল হাতে নিয়ে সাধারণ মানুষের যেমন লেন দেন এর কাজের সুবিধে হয়েছে তেমনই এই পদ্ধতিতে চুরি করতে সচেষ্ট কিছু বুদ্ধিমান তরুণ। বাসন্তী তে এভাবেই দুই দুষ্কৃতী অনলাইন ব্যাঙ্ক পরিষেবা কাজে লাগিয়ে ষােল নভেম্বর রাতে অসৎ ভাবে দু লাখ টাকা চুরি করে।
বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, সিসিটিভির ফুটেজ দেখে বাসন্তীর খরিমাচান বানতলা থেকে দুই চোর কে বুধবার রাতে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ ধৃত সনু সেখ ও বারিক সেখ কে বৃহস্পতিবার আদালতে তােলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের আদেশ হয়। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া টাকার কিছুটা উদ্ধার হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



