ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও খোলামেলা ও ভবিষ্যৎ নির্ভরভাবে গড়ে তোলার আহ্বান জানালেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। তাঁর বক্তব্য, পারস্পরিক বিশ্বাস, নির্ভরতা এবং উদার চিন্তাভাবনাই আগামী দিনে দুই দেশের যৌথ অগ্রগতির ভিত্তি হতে পারে।
বুধবার কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-র উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানেই ভারত-বাংলাদেশ সম্পর্কে ‘খাঁটি আত্মিক যোগ’ থাকার কথাও উল্লেখ করেন তিনি।
হাইকমিশনার বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু স্পর্শকাতর বিষয় থাকলেও ভারত ও বাংলাদেশ যৌথ ভবিষ্যতের পথে এগোতে সম্পূর্ণ সক্ষম। চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন বাণিজ্যক্ষেত্রে দুই দেশের বাস্তব অর্থনৈতিক লেনদেন ইতিমধ্যেই ২৫-২৮ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে, যা একটি ইতিবাচক ইঙ্গিত।’
চলচ্চিত্র শিল্পে দুই দেশের সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, সরকারি স্তরে আরও সহায়তা মিললে দুই দেশের শিল্পীরা আরও সহজে একসঙ্গে কাজ করতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন শহরের নানা শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে জুট শিল্প ও চলচ্চিত্র, বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই হাইকমিশনারকে সংবর্ধনা জানান এমসিসিআই-এর কর্মকর্তারা। এরপর স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনিশ ঝাঝারিয়া। দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই মূলত উঠে এল এদিনের আলোচনাসভায়।