ভােটে লড়ছে না বালুরঘাটের আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, প্রার্থী করা হচ্ছে পুরনাে নেতৃত্বকেই

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo IANS)

ভরসা নেই নতুনদের উপর। দীর্ঘ চল্লিশ বছর পর ভােটে প্রার্থী হচ্ছেন না বালুরঘাটের আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী। আট বারের বিধায়ক বিশ্বনাথ চৌধুরীকে সরালেও প্রার্থী করা হচ্ছে সেই পুরনাে নেতৃত্বকেই।

দলীয় সূত্রে খবর এবারের বিধানসভা নির্বাচনে বালুরঘাট আসন থেকে লড়তে পারেন সুচিত্রা বিশ্বাস। বুধবার আরএসপির দলীয় বৈঠকে এমন সিদ্ধান্ত উঠে এসেছে। উল্লেখ্য বালুরঘাট আসন থেকে মাত্র একবার হেরেছিলেন বিশ্বনাথ চৌধুরী।

২০১১-র পরিবর্তনে তৃণমূলের কাছে হারতে হয়েছিল তাঁকে। পরপর বার ভােটে দাঁড়ালেও মাত্র একবার হারের সম্মুখীন হন তিনি। কিন্তু দীর্ঘ বছরেও বালুরঘাট আসন থেকে কোন নতুন মুখ উঠে না আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই। নতুনদের উপর ভরসা না করে এবারে প্রার্থী করা হচ্ছে সেই পুরনাে মুখকেই।


বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন, বাসজনিত কারণের পাশাপাশি দলের শীর্ষ পদে রয়েছেন তিনি। যে কারণে এবারে বালুরঘাট আসন থেকে লড়ছেন না তিনি।