সোনালি বিবির ছেলের নাম রাখলেন অভিষেক

বর্ধমানের সোনলি বিবির  সঙ্গে বীরভূমে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে যান অভিষেক। প্রসূতি বিভাগে ভর্তি সোনালির সঙ্গে দেখা করেন তিনি। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করেন অভিষেক। সোনালির পুত্রসন্তানের নাম রাখলেন আপন। সঙ্গে তাঁদের উপর হওয়া অত্যাচার নিয়েও ফের সরব হন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন, ‘সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দু’জনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাইনি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন। কারণ, যে ভাবে ওঁদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।’