একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণে টোটো চালক গুরুতর জখম হলেন। তার একটি পায়ের অংশ কেটে বাদ দিতে হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহর লাগোয়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আহত টোটো চালক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত টোটো চালকের নাম কানুমাধব দাস। তার বাড়ি বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকার পিলখুড়ি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে টোটো চালক যাত্রী নিয়ে গুসকরা এসেছিলেন। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে রাস্তার ধারে একটি ঝালাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা দোকানে থাকা কার্বাইড গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের টুকরো এসে ওই টোটো চালকের পায়ে এসে পড়ে। ঘটনাস্থলেই প্রচুর রক্ত ক্ষরণ শুরু হয়ে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বাদ দিতে হয়েছে। এদিকে পুলিশ গিয়ে ওই ঝালাইয়ের দোকান সিল করে দেয়। জানা গেছে এর আগেও ওই দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল। দোকানের অ্যাসবেস্টসের ছাদ উড়ে যায়। এদিকে এ ব্যাপারে রাস্তার পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যাবসা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। কালী পুজোর পরই অভিযানে নামা হবে বলে জানানো হয়েছে।
Advertisement