কালীপুজোর বিসর্জনে শব্দবাজি, প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানির অভিযোগ টালিগঞ্জে

প্রতিনিধিত্বমূলক চিত্র

কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা ঘিরে ফের অশান্তি কলকাতায়। বাজি ফাটানো নিয়ে প্রতিবাদ করতেই টালিগঞ্জে এক পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ টালিগঞ্জের একটি কালীপুজো কমিটির নিরঞ্জন শোভাযাত্রার সময় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজি ফাটানোয় আপত্তি জানানোয় ওই পরিবারের উপর চড়াও হয় কয়েকজন যুবক। ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ।

অভিযোগকারী যুবকের দাবি, তাঁর বাড়িতে সেই সময়ে চার বছরের এক শিশু উপস্থিত ছিল। প্রতিমা নিরঞ্জনের সময় একদল স্থানীয় বাসিন্দা লাগাতার শব্দবাজি ফাটাচ্ছিলেন, যার ফলে শিশুটি ভয় পেয়ে যায়। তিনি সেই বাজি ফাটানো বন্ধ করতে বললে উত্তেজিত হয়ে ওঠে কয়েকজন যুবক। অভিযোগ, তাঁরা প্রথমে ওই যুবককে লক্ষ্য করে আক্রমণ চালায়, তারপর তাঁর পরিবারকে টার্গেট করে মারধর শুরু করে। বাঁশ ও লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগকারীর দাবি।

ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন ওই যুবকের মা ও পরিবারের আরও কয়েকজন মহিলা সদস্য। তাঁদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি হামলাকারীরা তাঁদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন অভিযোগকারী। রাতেই টালিগঞ্জ থানায় ফোন করে পুলিশকে খবর দেন তাঁরা এবং লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগকারী জানান, অভিযুক্তরা তাঁদেরই পাড়ার লোক। তাঁর অভিযোগ, হামলার সময় সবাই মদ্যপ অবস্থায় ছিল। তিনি আরও জানান, ‘আমরা তিন-চার জন, আর ওদের সংখ্যা ছিল অন্তত ১২-১৫। কোনও রকমে ঘরে পালিয়ে এসে নিজেদের বাঁচাতে পেরেছি।’ ঘটনার খবর পেয়ে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সেখানে পৌঁছন। আক্রান্ত পরিবারের দাবি, সাংসদ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরেই কিছুটা শান্ত হয় পরিস্থিতি। আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতেও গড়িয়ার নেতাজি নগর থানার এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। সেখানেও কালীপুজোর প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় বাজি ফাটানোয় আপত্তি জানানোয় এক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে পাড়ারই কয়েকজন যুবকের বিরুদ্ধে।সেই ঘটনার রেশ কাটেনি এখনও। এরই মধ্যে টালিগঞ্জের এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে, উৎসবের আনন্দের আড়ালে কেন বারবার এমন অশান্তি ও হেনস্থার অভিযোগ উঠছে শহরে?