ফিরতে হবে অর্জুনকে, মন্তব্য তৃণমূল নেতার

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের দুই কোঅর্ডিনেটর মোহন দাস এবং শম্পা দে ছাড়াও বিজেপির শতাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি পার্থ’র।

Written by SNS Kolkata | October 10, 2021 6:20 pm

অর্জুন সিং (File Photo: IANS)

অর্জুনের গড়ে ফের ভাঙন হল বিজেপিতে। ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের দুই কোঅর্ডিনেটর মোহন দাস এবং শম্পা দে ছাড়াও বিজেপির শতাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন পার্থ।

অনুষ্ঠানে ছিলেন বীজপুরের বিধায়ক অধিকারী, জগদ্দলের বিধায়ক সুবোধ সোমনাথ শ্যাম, ভাটপাড়ার দমদম পুরপ্রশাসক গোপাল রাউত। সাসংদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই কোঅর্ডিনেটর তৃণমূলে যোগ দিলেন।

তাঁদের হাতে পতাকা দিয়ে তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, “অর্জুনের কাছের লোকেরা চলে আসছে তৃণমূলে। এরপরে অর্জুনকেও বাকিদের মতো ফিরে আসতে হবে। তখন আমরা ভাবব, কী করব।” সাংসদ অর্জুন অবশ্য বলেন, “এই সামান্য ঘটনায় বিজেপির কিছু যায় আসে না।”