মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব দিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরেই বিরোধী দলনেতার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনল। মঙ্গলবার বিকেলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা এ সংক্রান্ত নোটিস জমা দিয়েছেন।

প্রসঙ্গত মঙ্গলবার শুভেন্দু বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কথা বলার অভিযোগ তুলেছেন। এরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল। সেই কারণেই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে তৃণমূল। তৃণমূলের এই নোটিস পাওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার অধিবেশনে এ বিষয়ে মত জানাবেন বলে বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনিও বিরোধী দলনেতার এই মন্তব্যকে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন। স্পিকার বিমানের মতে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেননি, তা অপব‍্যখ‍্যা করেছেন শুভেন্দু।

তবে শুভেন্দুর বিরুদ্ধে এই অসংসদীয় আচরণের অভিযোগ এই প্রথম নয়। একই আচরণের জন্য গত ১৭ ফেব্রুয়ারি বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সহ চার বিধায়ক। তাঁদের বিরুদ্ধে ৩০ দিনের জন্য পদক্ষেপ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও গত ১১ মার্চ বিধানসভার বাইরে কিছু ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন শুভেন্দু। সেজন্য তাঁর বিরুদ্ধে সে সময় বিধানসভায় নিন্দাপ্রস্তাব পাশ হয়েছিল।